ফেলানীর বাড়িতে জামায়াত আমির
সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানীর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করে তিনি।
আওয়ামী লীগের আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। দেশ স্বাধীন হয়েছে এবং আমার পাশে ছাত্ররা দাঁড়িয়েছে, তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।